মুম্বই : ক্রিকেটার মিতালি রাজের বায়োপিকে অভিনয় করছেন তাপসী পান্নু । ছবির নাম 'শাবাস মিথু'। আজ প্রকাশ্যে এসেছে ছবিতে তাঁর ফার্স্টলুক । ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে ব্যাট হাতে নিয়ে দেখা গেছে তাঁকে ।
ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেন তাপসী । তার ক্যাপশনে লেখেন, "সব সময় জিজ্ঞাসা করা হয় পছন্দের পুরুষ ক্রিকেটার কে । কিন্তু, সেখানে পছন্দের মহিলা ক্রিকেটারের কথা জিজ্ঞাসা করা উচিত ।"
ছবির স্ক্রিপ্ট লেখেন প্রিয়া আভেন । পরিচালনায় রাহুল ঢোলাকিয়া । এর আগে 'লামহা'-র মতো ছবি পরিচালনা করেন তিনি । 2020 সালের মাঝে শুরু হবে ছবির শুটিং । আর সব ঠিক থাকলে 2021 সালের 5 ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি । আজ ফার্স্টলুক শেয়ারের পাশাপাশি একথাও জানান তাপসী ।