পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ট্রেলার : গল্প নয় সত্যি ঘটনা দেখাবে 'মিশন মঙ্গল' - film

প্রকাশ্যে এল 'মিশন মঙ্গল'-র ট্রেলার ।

'মিশন মঙ্গল'

By

Published : Jul 18, 2019, 3:21 PM IST

মুম্বই : সামনে এল অক্ষয় কুমারের 'মিশন মঙ্গল'-র ট্রেলার । কঠোর পরিশ্রম কীভাবে মানুষকে সাফল্য এনে দেয় তা দেখানো হয়েছে ট্রেলারে ।

মিশনকে সাফল্য দেওয়ার জন্য কয়েকজন বিজ্ঞানীর কঠোর পরিশ্রম, দেশের জন্য কিছু করার ইচ্ছে দেখে দর্শকের মনে দেশভক্তি জাগতে বাধ্য । হেরে যাওয়ার ভয়কে কীভাবে জয় করতে হয় তা জানেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার । বাস্তব বা সেলুলয়েড কোথাও হারতে শেখেননি অক্ষয় ।

ট্রেলারটির শুরুতেই অক্ষয়কে বলতে শোনা যায়, "গবেষণা ছাড়া বিজ্ঞানের কোনও অর্থ নেই । আমরা গবেষণা না করলে নিজেদের বিজ্ঞানী বলার কোনও অধিকার আমাদের নেই ।"

ছবিতে অক্ষয় একজন বিজ্ঞানী । নাম রাকেশ ধবন । ট্রেলারে দেখানো হচ্ছে কীভাবে তিনি কয়েকজন আনকোরা বিজ্ঞানীদের সাহায্য নিয়ে একটি স্যাটেলাইট লঞ্চ করেন । ছবির ট্রেলার দর্শককে উত্তেজিত করার জন্য যথেষ্ট ।

জগন শক্তি পরিচালিত 'মিশন মঙ্গল' 15 অগাস্ট মুক্তি পাচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details