মুম্বই : বেশ কয়েকবছর ধরেই একটা ট্রেন্ড চালু হয়েছে বলিউডে। অক্ষয় কুমারের ছবি মানেই সেটা প্রবেশ করবে 100 কোটির ক্লাবে। 'প্যাডম্যান' 100 কোটি উপার্জন করতে পারেনি ঠিকই, তবে ছবিটি ক্রিটিকালি অ্যাক্লেমড হয়। পেয়েছে জাতীয় পুরস্কারও। 'মিশন মঙ্গল' ছবিটি সমালোচকদের প্রশংসা পাওয়ার সঙ্গে কাঁপাচ্ছে বক্স অফিসও।
ফিল্ম ক্রিটিক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর টুইটার হ্যান্ডলে জানালেন যে, 'মিশন মঙ্গল' এখনও অবধি 178.11 কোটি টাকা উপার্জন করেছে। তরণ আরও ডিটেলসে লেখেন যে, ছবিটি মুক্তির 3 দিনে 50 কোটি টাকা উপার্জন করে, পঞ্চম দিনে 100 কোটি টাকা উপার্জন করে ও 11 দিনের মাথায় 150 কোটি টাকা উপার্জন করে।