মুম্বই, 9 মার্চ : 'পুষ্পা দ্য় রাইজ'-এর দুরন্ত সাফল্যের পর এই সিনেপ্রেমীদের কাছে এখন একটি জনপ্রিয় নাম রশ্মিকা মান্দানা ৷ দক্ষিণভারতীয় সিনেমায় নিজের সাম্রাজ্য বিস্তারের পর এবার হিন্দি ছবির জগতেও অভিষেক হতে চলেছে তাঁর ৷ নিজের প্রথম হিন্দি ছবি 'মিশন মঞ্জু'-র জন্য় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি (Rashmika Sidharth Film Mission Majnu) ৷
ছবিটির পরিচালনা করেছেন শান্তনু বাগচী ৷ 1970 এর দশকের পটভূমিতে গড়ে তোলা এই ছবিতে একজন র এজেন্টের ভূমিকায় অভিনয় করতে চলেছেন সিদ্ধার্থ ৷ গল্প অনুযায়ী পাকিস্তানের মাটিতে একটি গোপন অপারেশনকে নেতৃত্ব দেন তিনি ৷ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল 13 মে তবে বুধবার নির্মাতারা জানিয়েছেন 10 জুন পর্দায় আসতে চলেছে এই ছবি ৷