মুম্বই : অশোক পাণ্ডে নামে ওই সাংবাদিক তাঁর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন সলমন খানের বিরুদ্ধে। স্থানীয় পুলিশ সহযোগিতা না করায় অশোক দ্বারস্থ হয়েছেন আন্ধেরি কোর্টের। কোর্টের তরফ থেকে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রের খবর।
স্থানীয় পুলিশ অশোক পাণ্ডের অভিযোগ নিতে চায়নি। তবে কোর্টের এই সহযোগিতায় খুশি সাংবাদিক। তিনি বলেছেন, "আমি আত্মবিশ্বাসী ছিলাম যে, কোর্ট আমায় ফিরিয়ে দেবে না। স্থানীয় মুম্বই পুলিশ সেটাই করেছে আমার সঙ্গে। DN নগর পুলিশ স্টেশন থেকে আমায় ফিরিয়ে দেওয়া হয়, শুধুমাত্র এই কারণে যে আমি সলমন খানের বিরুদ্ধে অভিযোগ এনেছিলাম।"