পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার? সলমনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ - বলিউড

অশোক পাণ্ডে নামে এক জার্নালিস্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ সলমন খানের বিরুদ্ধে। তদন্ত হতে পারে এই অভিযোগের ভিত্তিতে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর।

Salman Khan misbehaving with journalist

By

Published : Sep 6, 2019, 3:21 PM IST

মুম্বই : অশোক পাণ্ডে নামে ওই সাংবাদিক তাঁর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন সলমন খানের বিরুদ্ধে। স্থানীয় পুলিশ সহযোগিতা না করায় অশোক দ্বারস্থ হয়েছেন আন্ধেরি কোর্টের। কোর্টের তরফ থেকে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রের খবর।

স্থানীয় পুলিশ অশোক পাণ্ডের অভিযোগ নিতে চায়নি। তবে কোর্টের এই সহযোগিতায় খুশি সাংবাদিক। তিনি বলেছেন, "আমি আত্মবিশ্বাসী ছিলাম যে, কোর্ট আমায় ফিরিয়ে দেবে না। স্থানীয় মুম্বই পুলিশ সেটাই করেছে আমার সঙ্গে। DN নগর পুলিশ স্টেশন থেকে আমায় ফিরিয়ে দেওয়া হয়, শুধুমাত্র এই কারণে যে আমি সলমন খানের বিরুদ্ধে অভিযোগ এনেছিলাম।"

.

অভিযোগের সূত্রপাত 24 এপ্রিল। সলমন খান মধ্যরাতে রাস্তায় সাইকেল চালাচ্ছিলেন। সঙ্গে ছিলেন দুই বডিগার্ড। পাণ্ডে সেই রাস্তাতেই গাড়ি চালাতে গিয়ে দেখতে পান খানকে। বডিগার্ডের অনুমতি নিয়ে তিনি সলমনের সাইকেল চালানোর মুহূর্তটা ক্যামেরাবন্দী করতে থাকেন। আর এই ঘটনায় সলমন রেগে যান।

অশোক এই অভিযোগ এনেছেন যে, রাগের মাথায় সলমন মারধর করেন তাঁকে। তাঁর মোবাইল কেড়ে নেন ও দু'টো ভিডিয়ো ডিলিট করে দেন। অভিযোগের সত্যতা যাচাই করেনি ETV ভারত সিতারা। তবে আন্ধেরি কোর্টের ম্যাজিস্ট্রেট এই অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details