মুম্বই : মিলিন্দ সোমনকে ফিটনেস ফ্রিক বলা হয় । অনেক মানুষের কাছে তিনি এক অনুপ্রেরণা । 54 বছরের মিলিন্দের শরীরের গঠন, পরিশ্রম করার ক্ষমতা, টগবগে স্ফূর্তী, এই সবকিছুই অনুকরণযোগ্য । তবে তিনি কাকে অনুকরণ করে এসেছেন এত বছর সেটা পরিষ্কার হল আজ । মিলিন্দের মা 81 বছরের ঊষা সোমন ফিটনেস গোল সেট করলেন সোশাল মিডিয়ায় ।
বয়স হয়েছে, চুলও পেকেছে, তবে এক পায়ে লাফিয়ে লাফিয়ে যেভাবে পুরো ছাদে চক্কর খেলেন ঊষাদেবী, সেটা না দেখলে বিশ্বাস হবে না । ছেলের বউ অঙ্কিতা কোনওয়ারের সঙ্গে পাল্লা দিয়ে ওয়ার্কআউট করলেন তিনি ।