মুম্বই : এখনও পর্যন্ত জিমে যাচ্ছেন না অনেক তারকাই । আর সেই কারণে বাড়ির জিনিস দিয়েই মিটিয়ে নিচ্ছেন প্রয়োজন । কখনও পোষ্য, তো কখনও বাড়ির খুদে সদস্য আবার কখনও খরবুজকেই জিমের সামগ্রী হিসেবে ব্যবহার করছেন তাঁরা । আর এবার এই তালিকায় যুক্ত হলে মিলিন্দ সোমান ।
সম্প্রতি ইনস্টাগ্রামে ওয়ার্কআউটের একটি ভিডিয়ো পোস্ট করেন মিলিন্দ । সেখানে খরবুজকে জিমের সামগ্রী হিসেবে ব্যবহার করতে দেখা গিয়েছে তাঁকে । ওই খরবুজকে ওয়েট লিফটার হিসেবে ব্যবহার করেন তিনি । পাশাপাশি ভিডিয়োতে ফল খাওয়ার উপকারিতার কথাও উল্লেখ করেন । জানান যে তিনি রোজ কতটা পরিমাণ ফল খান ।