মুম্বই : নগ্নতা নিয়ে কোনও ছুৎমার্গ নেই মিলিন্দ সোমনের । তাই জন্মদিনের সকালে সমুদ্র সৈকতে নগ্ন অবস্থায় তোলা একটি ছবি শেয়ার করেছিলেন এই সুপারমডেল ও অভিনেতা । সেই নিয়ে জলঘোলাও কম হয়নি । আর এসবের মাঝেই নতুন চমক দিলেন মিলিন্দ ।
এবার নগ্ন নয়, নারীর বেশে দেখা গেল তাঁকে । নাকে নাকছাবি, সিঁদুরে ঢাকা গাল, চোখে কাজল...একদম অন্য রূপে মিলিন্দ । সম্ভবত তাঁর পরবর্তী কোনও ছবির ঝলক শেয়ার করেছেন অভিনেতা ।