মুম্বই : খাতায় কলমে মিলিন্দ সোমনের বয়স 54 হতে পারে, তবে তাঁকে দেখে এখনও অনেকের ঘুম উড়ে যায় । বয়স যে শুধুমাত্র একটা নম্বর সেটা যেন প্রতিদিন প্রমাণ করেন মিলিন্দ । তবে শুধুমাত্র এই বয়সে এসে নয়, জীবনের প্রথম বিজ্ঞাপন থেকেই তাঁর চাহিদা এমনই ।
1989 সালে নিজের প্রথম বিজ্ঞাপন শুটের জন্য 50 হাজার টাকা পেয়েছিলেন মিলিন্দ । সেই সময়ের 50 হাজার মানে বোঝাই যাচ্ছে, সেটা এখনকার দিনে কী পরিমাণে গিয়ে দাঁড়াবে ।