পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

1989 সালে প্রথম বিজ্ঞাপনেই 50 হাজার টাকা পেয়েছিলেন মিলিন্দ - মিলিন্দ সোমন

ঠিকই পড়েছেন । প্রথম বিজ্ঞাপনের জন্য কয়েকটি স্টিল ছবি তুলেই 50 হাজার টাকা পেয়েছিলেন মিলিন্দ সোমন । সোশাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি ।

super model milind Soman
super model milind Soman

By

Published : Jul 23, 2020, 10:40 PM IST

মুম্বই : খাতায় কলমে মিলিন্দ সোমনের বয়স 54 হতে পারে, তবে তাঁকে দেখে এখনও অনেকের ঘুম উড়ে যায় । বয়স যে শুধুমাত্র একটা নম্বর সেটা যেন প্রতিদিন প্রমাণ করেন মিলিন্দ । তবে শুধুমাত্র এই বয়সে এসে নয়, জীবনের প্রথম বিজ্ঞাপন থেকেই তাঁর চাহিদা এমনই ।

1989 সালে নিজের প্রথম বিজ্ঞাপন শুটের জন্য 50 হাজার টাকা পেয়েছিলেন মিলিন্দ । সেই সময়ের 50 হাজার মানে বোঝাই যাচ্ছে, সেটা এখনকার দিনে কী পরিমাণে গিয়ে দাঁড়াবে ।

সেই প্রথম শুটে দুর্মূল্য ছবি শেয়ার করেছেন মিলিন্দ । সেই গ্রীক দেবতার মতো মুখের গড়ন, বুদ্ধিদীপ্ত চাহনি । কোনও পরিবর্তন নেই যেন এই সুপারমডেলের ।

ক্যাপশনে মিলিন্দ লিখেছেন, "আমায় যখন মাত্র কয়েক ঘণ্টায় কয়েকটি ছবি তোলার জন্য 50 হাজার টাকা দেওয়া হয়েছিল, আমি ভেবেছিলাম এই মানুষগুলো পুরো পাগল বোধ হয় ।"

দেখে নিন মিলিন্দের পোস্ট..

ABOUT THE AUTHOR

...view details