মুম্বই : একটি ৩০ সেকেন্ডের ভিডিয়ো..সেখানে দেখা যাচ্ছে মিকা সিং করাচিতে একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করছেন। এই ভিডিয়ো সামনে আসার পরই সোশাল মিডিয়ায় রোষের মুখে মিকা।
৩৭০ ধারা বিলোপের পর, যখন ভারত-পাকিস্তানের সম্পর্ক টালমাটাল, পাকিস্তানি শিল্পীদের ব্যান করার আবেদন জানানো হচ্ছে বিভিন্ন সংগঠন থেকে, সেই সময় মিকার এই অনুষ্ঠান চূড়ান্ত সমালোচিত হল নেটিজেনদের কাছে। অনেকেরই প্রশ্ন, বলিউডকে বয়কট করে এখানকার শিল্পীদের ওদেশে উড়িয়ে নিয়ে যাচ্ছে পাকিস্তান?