মুম্বই : কোরোনা এসে পালটে দিয়েছে সবকিছু । বিশেষ করে বিনোদন দুনিয়া তো ভীষণভাবে প্রভাবিত হয়েছে । শিল্পী থেকে শুরু করে টেকনিশিয়ান, প্রত্যেকে এক বিশাল আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন । মিকা সিংও ব্যতিক্রম নন ।
IANS-কে মিকা বললেন, "আমার মতো অনেক মানুষ বাড়িতে বসে বসে বিরক্ত হচ্ছেন । আমি গত আট মাস ধরে কোনও কাজ পাইনি । আমার মতো অনেকেই আছেন ।"
তবে 'সায়োনি' ছবিতে 'এক পাপ্পি' বলে একটি গান গেয়েছেন মিকা । তিনি চান ছবিটি সিনেমা হলে গিয়ে দেখুন সকলে ।
মিকা বললেন, "থিয়েটারে গিয়ে অনেকদিন কোনও সিনেমা দেখেননি মানুষ । এটাই সময় তাঁরা সিনেমা হলে যান । 18 ডিসেম্বর 'সায়োনি' মুক্তি পাচ্ছে । আমি তো খুব এক্সাইটেড । আমি নিজেও হলে গিয়ে দেখব সিনেমাটা ।"
নিতীন কুমার গুপ্ত ও অভয় সিঙ্ঘাল পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন তন্ময় সিং, মুসকান শেট্টি, উপাসনা সিং ।