দিল্লি : পাকিস্তানের করাচিতে একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য গায়ক মিকা সিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) ।
অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন প্রাক্তন পাকিস্তানি রাষ্ট্রপতি পারভেজ় মুশারফের ঘনিষ্ঠ আত্মীয় ।
কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পর পাকিস্তানের সঙ্গে সমস্তরকম সম্পর্ক বিচ্ছিন্ন করার পরও পাকিস্তানে মিকা সিং গান গাইতে যান । তার একটি 30 সেকেন্ডের ভিডিয়ো টুইট করেন একজন পাকিস্তানি সাংবাদিক ।
AICWA-র তরফে একটি চিঠিতে সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তা লেখেন, "2019-র 8 অগাস্ট করাচিতে একটি হাইপ্রোফাইল অনুষ্ঠানে গান করেছিলেন গায়ক মিকা সিং । সে কারণে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে মিকাকে ব্যান ও বয়কট করল AICWA ।"
"মুভি প্রোডাকশন হাউসেস, মিউজ়িক কোম্পানিজ় ও অনলাইন মিউজ়িক কন্টেন্ট প্রোভাইডারদের সঙ্গে তাঁর যা যা অ্যাসোসিয়েশন ছিল সবকিছুকেই তৎক্ষণাৎ বয়কট করার কঠিন সিদ্ধান্ত নিল AICWA ।"
চিঠিতে আরও বলা হয়, "AICWA কর্মীরা নজরে রাখবে যাতে ভারতে কেউ মিকা সিংয়ের সঙ্গে কাজ না করে । আর যদি কেউ করে তাহলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে ।"
ফিল্ম অ্যাসোসিয়েশনর তরফে বলা হয়, "যখন দু'টি দেশের মধ্যে পরিবেশ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তখন দেশের গর্বের থেকে উপরে টাকাকে রেখেছেন মিকা সিং ।"
AICWA এই বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের হস্তক্ষেপও আশা করছে ।
মুশারফের খুড়তুতো ভাইয়ের মেয়ের বিয়ের আগের অনুষ্ঠানে 14 জনের একটি গ্রুপ নিয়ে পারফর্ম করতে গিয়েছিলেন গায়ক মিকা সিং । মিকা ও তাঁর দলকে করাচি, লাহোর ও ইসলামাবাদে পারফর্ম করার জন্য 30 দিনের ভিসা দেওয়া হয়েছিল ।