মুম্বই : মেগাস্টার অমিতাভ বচ্চন সোশাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ । কারও কোনও অ্যাচিভমেন্ট বা সুখবর থাকলে তা নজর এড়ায় না তাঁর । আর খবরটি যখন আমাদের ভারতবর্ষকে নিয়ে তখন কী করে চুপ থাকেন অভিনেতা ?
FIDE দাবা অলিম্পিয়াডের অনলাইন প্রতিযোগিতায় রাশিয়ার সঙ্গে যৌথ বিজেতা হয়েছে ভারত । খবরটি পেয়ে উচ্ছ্বসিত বিগ বি ।