পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"টু দ্য লাভ অফ মাই লাইফ", শাহিদের জন্মদিনে আবেগপ্রবণ মীরা - মীরা রাজপুতের খবর

আজ শাহিদ কাপুরের 39 তম জন্মদিন । এই বিশেষ দিনে স্ত্রী মীরা কী বললেন তাঁকে ?

Meera Rajput wished Shahid Kapoor
Meera Rajput wished Shahid Kapoor

By

Published : Feb 25, 2020, 12:25 PM IST

মুম্বই : শোনা গেছিল, শাহিদ কাপুরের সঙ্গে বিয়ের আগে দোটানায় ছিলেন মীরা । বুঝতে পারেননি শাহিদকে বিয়ে করা ঠিক হচ্ছে কিনা । তবে বিয়ের পরেই জটিলতা কেটে যায় । মীরা বুঝতে পারেন যে, শাহিদই তাঁর জীবনের প্রেম ।

শাহিদকে জন্মদিনে এটা বলেই উইশ করলেন মীরা । বললেন, 'হ্যাপি বার্থডে টু দ্য লাভ অফ মাই লাইফ..'

মীরার ইনস্টাস্টোরিতে

মীরা একা নন, শাহিদের ভাই ঈশান খট্টরও উইশ করেছেন তাঁর দাদাকে । দুই ভাইয়ের একটা থ্রোব্যাক ছবি শেয়ার করে লিখেছেন, "আমার বড়ে মিঞাঁ, হ্যাপি বার্থডে ভাইজান.."

ঈশানের পোস্ট..

শাহিদ এখন ব্যস্ত 'জার্সি'-র শুটিংয়ে । চণ্ডীগড়ে চলছে সেই স্পোর্টস ড্রামার শুটিং । আজ এই বিশেষ দিনে শুটিং করতে পেরে কৃতজ্ঞ অভিনেতা । IANS-কে তিনি জানিয়েছেন যে, "ছবিটা আমার মনের খুব কাছাকাছি । জন্মদিনের দিন 'জার্সি'-র সেটে থাকতে পেরে ও কাজের মধ্যে থাকতে পেরে আমি কৃতজ্ঞ ।"

গৌতম তিন্নানুড়ি পরিচালিত 'জার্সি' মুক্তি পাবে এই বছরেই ।

ABOUT THE AUTHOR

...view details