মুম্বই : পরিচালক ওমাঙ্গ কুমারের পরবর্তী ছবি 'জনহিত মে জারি'। গতকাল টুইট করে এই ছবির কথা ঘোষণা করেন বক্সার মেরি কম । প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার ।
হিন্দি ও ইংরেজি ভাষায় পোস্টারটি প্রকাশ করা হয়েছে । সেখানে এক মহিলাকে হাতে মেগাফোন ধরে থাকতে দেখা গিয়েছে । যদিও মহিলার মুখ দেখা যায়নি । আর পোস্টারের ব্যাকগ্রাউন্ডে তুলে ধরা হয়েছে ভারতের ম্যাপ । যা অসংখ্য মানুষের অবয়ব দিয়ে তৈরি করা হয়েছে ।
টুইটারে এই পোস্টার শেয়ার করেন মেরি কম । আর তার ক্যাপশনে লেখেন, "এক ওম্যানিয়া সব পে ভারী...ইয়ে সোচনা হ্যায় #জনহিতমেজারি ! আমি এই ছবির জন্য মুখিয়ে রয়েছি, ছবির ভাবনাটা অসাধারণ ।"