মুম্বই : আবার শিবানী শিবাজি রায়ের ভূমিকায় ফিরলেন রানি মুখার্জি। মুক্তি পেল 'মর্দানি 2'-এর ট্রেলার। 2014 সালে মুক্তিপ্রাপ্ত 'মর্দানি'-র সিকুয়েল এটি।
কোটা শহরের একটি ঘটনার উপর ভিত্তি করে শুরু হচ্ছে ছবির গল্প। একটি ধর্ষণ মামলার তদন্দ করতে আসছেন রানি ওরফে শিবানী। রানির লুকের মধ্যে যতটা তীব্র শার্পনেস ফুটে বেরোচ্ছে, ততটাই মেদহীন তাঁর সংলাপ।