পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'মর্দানি 2'-এর ট্রেলারে অপ্রতিরোধ্য রানি - মর্দানি ২-এর খবর

মুক্তি পেল রানি মুখার্জি অভিনীত 'মর্দানি 2'-এর ট্রেলার। নজর কাড়লেন রানি।

Rani Mukherjee latest story

By

Published : Nov 14, 2019, 2:09 PM IST

মুম্বই : আবার শিবানী শিবাজি রায়ের ভূমিকায় ফিরলেন রানি মুখার্জি। মুক্তি পেল 'মর্দানি 2'-এর ট্রেলার। 2014 সালে মুক্তিপ্রাপ্ত 'মর্দানি'-র সিকুয়েল এটি।

কোটা শহরের একটি ঘটনার উপর ভিত্তি করে শুরু হচ্ছে ছবির গল্প। একটি ধর্ষণ মামলার তদন্দ করতে আসছেন রানি ওরফে শিবানী। রানির লুকের মধ্যে যতটা তীব্র শার্পনেস ফুটে বেরোচ্ছে, ততটাই মেদহীন তাঁর সংলাপ।

তবে নির্মাতারা খুব চাতুরীর সঙ্গে লুকিয়ে রেখেছেন ভিলেনের পরিচয়। এই ছবিতে সেই ভিলেনও ততটাই গুরুত্বপূর্ণ, যতটা প্রয়োজনীয় শিবানী।

'মর্দানি 2' মুক্তি পাবে 13 ডিসেম্বর। দেখে নিন ট্রেলার..

ABOUT THE AUTHOR

...view details