পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'মর্দানি ২'-এর টিজ়ারে রাফ অ্যান্ড টাফ রানি - Rani Mukerji Mardaani 2

"আভি কোই লারকি কো হাত লাগাকে তো দেখা । তুঝে ইতনা মারুঙ্গি কি তেরে তচা সে তেরা উমর কা পাতা নেহি চালেগা"

ছবি

By

Published : Sep 30, 2019, 3:10 PM IST

মুম্বই : তীক্ষ্ণ চোখ । শক্ত চোয়াল । 'মর্দানি ২'-তে আরও একবার রাফ অ্যান্ড টাফ পুলিশের ভূমিকায় দেখা গেল রানি মুখার্জিকে । আজ মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক পোস্টার ও টিজ়ার ।

টিজ়ারের শুরুতে কয়েকজন পুলিশ কর্মীকে হাতে বন্দুক নিয়ে একটি বিল্ডিংয়ের মধ্যে ঢুকতে দেখা গেছে । আর তাঁদের পিছনে পুলিশের পোশাকে ছিলেন রানি মুখার্জি ।

"এখন কোনও মেয়ের গায়ে হাত দিয়ে দেখা । তোকে এত মারব যে মুখ দেখে বোঝা যাবে না তোর বয়স কত (আভি কোই লারকি কো হাত লাগাকে তো দেখা । তুঝে ইতনা মারুঙ্গি কি তেরে তচা সে তেরা উমর কা পাতা নেহি চালেগা ) ।" শুধু এই একটা সংলাপ রয়েছে টিজ়ারে । সেটাও রানির মুখ দিয়েই বলিয়েছেন পরিচালক । এক ব্যক্তিকে মারধরের সঙ্গে এই সংলাপ বলেছেন তিনি ।

এছাড়া পোস্টারে পুলিশের পোশাক গায়ে একটি টেবিলের উপর ভর করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে রানিকে ।

রানি বলেন, "মা দুর্গা অসুর দমন করেছিলেন । আর এই ছবিতেও মহিলাদের বিরুদ্ধে হওয়া সব অপরাধ দমন করবেন এক মহিলা ।"

'মর্দানি' ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৪ সালে । শিশু পাচারকে কেন্দ্র করে তৈরি হয়েছিল ওই ছবি । সেখানেও পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন রানি । ছবির পরিচালনা করেন প্রদীপ সরকার । তবে কোন ধরনের অপরাধের গল্প ছবিতে তুলে ধরা হবে, সে বিষয় এখনও কিছু জানা যায়নি ।

'মর্দানি ২'-এর পরিচালনা করেছেন গোপি পুথরন । পরিচালক হিসেবে এটাই তাঁর প্রথম ছবি । প্রযোজন করেছেন আদিত্য চোপড়া । ১৩ ডিসেম্বর মুক্তি পাবে 'মর্দানি ২' ।

দেখুন টিজ়ার...

ABOUT THE AUTHOR

...view details