মুম্বই : তীক্ষ্ণ চোখ । শক্ত চোয়াল । 'মর্দানি ২'-তে আরও একবার রাফ অ্যান্ড টাফ পুলিশের ভূমিকায় দেখা গেল রানি মুখার্জিকে । আজ মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক পোস্টার ও টিজ়ার ।
টিজ়ারের শুরুতে কয়েকজন পুলিশ কর্মীকে হাতে বন্দুক নিয়ে একটি বিল্ডিংয়ের মধ্যে ঢুকতে দেখা গেছে । আর তাঁদের পিছনে পুলিশের পোশাকে ছিলেন রানি মুখার্জি ।
"এখন কোনও মেয়ের গায়ে হাত দিয়ে দেখা । তোকে এত মারব যে মুখ দেখে বোঝা যাবে না তোর বয়স কত (আভি কোই লারকি কো হাত লাগাকে তো দেখা । তুঝে ইতনা মারুঙ্গি কি তেরে তচা সে তেরা উমর কা পাতা নেহি চালেগা ) ।" শুধু এই একটা সংলাপ রয়েছে টিজ়ারে । সেটাও রানির মুখ দিয়েই বলিয়েছেন পরিচালক । এক ব্যক্তিকে মারধরের সঙ্গে এই সংলাপ বলেছেন তিনি ।
এছাড়া পোস্টারে পুলিশের পোশাক গায়ে একটি টেবিলের উপর ভর করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে রানিকে ।