পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'মর্দানি ২' থেকে বাদ দিতে হবে কোটার নাম, আইনি নোটিশ কাউন্সিলরের

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার । সেখানে কোটা শহরে ঘটে যাওয়া একের পর এক ধর্ষণ ও খুনের ঘটনা তুলে ধরা হয়েছে । নির্ভীক পুলিশ অফিসার শিবাণী শিবাজি রয়ের ভূমিকায় অভিনয় করেছেন রানি মুখার্জি । অপরাধীকে কীভাবে তিনি ধরবেন সেই ঘটনাই তুলে ধরা হয়েছে ছবিতে । ট্রেলার মুক্তির পরই শুরু হয় বিতর্ক ।

filmmakers
rgt

By

Published : Nov 27, 2019, 6:54 PM IST

জয়পুর : কোটা শহরের নাম ব্যবহার করা হয়েছে 'মর্দানি ২' ছবিতে । কোটার একাধিক ঘটনা তুলে ধরা হয়েছে ছবিতে । তাই ছবি নির্মাতা সহ বেশ কয়েক জনকে আইনি নোটিশ পাঠালেন কাউন্সিলর গোপাল মান্ডা । সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশী, পরিচালক গোপি পুথরন, প্রযোজক আদিত্য চোপড়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছেও এই নোটিশ পাঠানো হয়েছে । ছবি থেকে যাতে অবিলম্বে শহরের নাম বাদ দেওয়া হয় তার জন্য আবেদন জানিয়েছেন গোপালবাবু ।

নোটিশে তিনি জানিয়েছেন, কোটা শহরের নাম যেন ছবি থেকে বাদ দেওয়া হয় । এটা শহরের নাম খারাপ করছে । শহরের নাম বাদ না দিলে বন্ধ করে দেওয়া হবে ছবির স্ক্রিনিং । প্রয়োজনে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার । সেখানে কোটা শহরে ঘটে যাওয়া একের পর এক ধর্ষণ ও খুনের ঘটনা তুলে ধরা হয়েছে । নির্ভীক পুলিশ অফিসার শিবাণী শিবাজি রয়ের ভূমিকায় অভিনয় করেছেন রানি মুখার্জি । অপরাধীকে কীভাবে তিনি ধরবেন সেই ঘটনাই তুলে ধরা হয়েছে ছবিতে । ট্রেলার মুক্তির পরই শুরু হয় বিতর্ক ।

কাউন্সিলারের আইনজীবী অশ্বিন গর্গ বলেন, "তিন দশক ধরে এডুকেশনাল সিটি হিসেবে পরিচিত কোটা । সেই শহরকে অপরাধের সঙ্গে যুক্ত করা খুবই খারাপ । সারা দেশ থেকে প্রায় আড়াই লাখ পড়ুয়া প্রতি বছর এই শহরে আসেন পরীক্ষা দিতে । আর ছবিতে যদি শহরের এই অবস্থা তুলে ধরা হয় তাহলে কে নিজের সন্তানকে এখানে পড়তে পাঠাবেন ?" এদিকে নির্মাতাদের দাবি, সত্যি ঘটনার উপরই তৈরি করা হয়েছে 'মর্দানি ২'।

ABOUT THE AUTHOR

...view details