মুম্বই : COVID-19 ক্রাইসিসের মধ্যে স্যানিটারি ন্যাপকিনকে অত্যাবশকীয় পণ্যের মধ্য়ে ফেলা হয়েছে । সরকারের এই সিদ্ধান্তে খুশি মানুষী । তবে গরীব পরিবারের মহিলারা যাতে এই ন্যাপকিন হাতে পান, সেই দিকে নজর দেওয়ার জন্য় সরকারের কাছে আবেদন মানুষীর ।
IANS-কে মানুষী বললেন, "স্যানিটারি ন্যাপকিনকে যে অত্যাবশকীয় পণ্যের মধ্য়ে ফেলা হয়েছে, তাই জন্য ভারত সরকারের কাছে আমি কৃতজ্ঞ । তবে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারা যাতে বিনামূল্যে তা পান, সেই দিকে নজর দিতে হবে । রাজ্য সরকারগুলোর কাছে আমার আবেদন, প্রতিদিনের রেশনের সঙ্গে স্যানিটারি ন্যাপকিনও যেন বিতরণ করা হয় ।"