মুম্বই : খ্যাতির বিড়ম্বনা আর কাকে বলে ! সেলেব্রিটিদের নামে সোশাল মিডিয়া জুড়ে রয়েছে অসংখ্য ভুয়ো পেজ আর অ্যাকাউন্ট । নেটিজেনরা ঠিকমতো বুঝতেই পারেন না কোনটা আসল আর কোনটা নকল । তাই আগেই সাবধান করে দিলেন মনোজ বাজপেয়ি ।
মনোজের নামেও রয়েছে একাধিক ফেক অ্যাকাউন্ট । তারই মধ্যে একটিতে নজর পড়ল অভিনেতার ।
নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে মনোজ লিখেছেন, "এটা একটা ফেক অ্যাকাউন্ট । সাবধান !" সঙ্গে সেই অ্যাকাউন্টটির একটি স্ক্রিনশটও শেয়ার করে দিয়েছেন তিনি ।