পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'ফ্যামিলি ম্যান' ফ্যানেদের জন্য সুখবর ! - মনোজ বাজপেয়ি

অ্যামাজ়ন প্রাইম-এর ওয়েব সিরিজ় 'ফ্যামিলি ম্যান' নিয়ে নতুন করে কিছু বলার নেই । সিরিজ়টির জনপ্রিয়তা আকাশছোঁয়া । এই সিরিজ়ের দ্বিতীয় ভাগ দেখার জন্য যাঁরা মুখিয়ে রয়েছেন, তাঁদের জন্য সুখবর ।

manoj bajpayee family man 2
manoj bajpayee family man 2

By

Published : Sep 12, 2020, 7:49 PM IST

মুম্বই : 'ফ্যামিলি ম্যান' সিজ়ন 2-এর জন্য ডাবিং সারলেন মনোজ বাজপেয়ি । নিজেই ইনস্টাগ্রামে এই খবর জানালেন অভিনেতা, চমকে দিলেন ফ্যানেদের ।

গোলাপি হেডফোন এঁটে মন দিয়ে ডাবিং সারছেন মনোজ । আলো-আঁধারি পরিবেশে একটু একটু করে স্বপ্ন বুনছে কল্পনা, জীবনের মিশেলে এগোচ্ছে গল্প ।

'ফ্যামিলি ম্যান'-এর প্রথম সিরিজ়ের জনপ্রিয়তা আকাশছোঁয়া । মনোজের অভিনয়ে, থ্রিলারের টানটান চিত্রনাট্যে ও দক্ষ পরিচালনায় দর্শককে মজিয়ে রেখেছিল সিরিজ়টি ।

তবে অন্যান্য থ্রিলারের থেকে এই সিরিজ়ের বিশেষত্ব ছিল, এক সাধারণ মধ্যবিত্ত মানুষ সংসারের নানা কাজে জর্জরিত হয়েও সুনিপুণভাবে সামলাচ্ছে তার ইন্টেলিজেন্স বিওরোর চাকরি । দেশের প্রতি তার অগাধ ভালোবাসা, দায়বদ্ধতা...একইসঙ্গে পরিবারের প্রতিও । এই ব্যাপারটা অনেক মানুষই বেশ রিলেট করতে পেরেছিলেন ।

দেখে নিন মনোজের পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details