পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুন্দরবনের মহিলাদের পাশে দাঁড়ালেন মনোজ বাজপেয়ী - sundarban women

ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন মনোজ । সেখানে কয়েকজন মহিলাকে মশারি তৈরি করতে দেখা গিয়েছে । ছবির ক্যাপশনে তিনি জানিয়েছেন, ষষ্ঠ শ্রমিক সম্মান লাইভলিহুড প্রোজেক্টের মাধ্যমে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন সুন্দরবনের গোসাবা ব্লকের চাঁদিপুরের মহিলারা । স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে মশারি তৈরি করতে শুরু করেছেন তাঁরা । এই মশারি বিক্রি করে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন । এই মশারি কিনে তাঁদের সাহায্য করুন ।

asd
asd

By

Published : Oct 18, 2020, 10:27 PM IST

মুম্বই : বলিউডের অন্যতম প্রথমসারির অভিনেতা তিনি । বড় পরদার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও জনপ্রিয় হয়ে উঠেছে তাঁর সিরিজ় । আর এই পরিস্থিতির মধ্যেই এবার সুন্দরবনের মহিলাদের পাশে দাঁড়ালেন মনোজ বাজপেয়ী । তাঁদের তৈরি মশারি কেনার জন্য সবাইকে আবেদন জানিয়েছেন তিনি ।

ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন মনোজ । সেখানে সেই সব মহিলাকে মশারি তৈরি করতে দেখা গিয়েছে । ছবির ক্যাপশনে তিনি জানিয়েছেন, ষষ্ঠ শ্রমিক সম্মান লাইভলিহুড প্রোজেক্টের মাধ্যমে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন সুন্দরবনের গোসাবা ব্লকের চাঁদিপুরের মহিলারা । স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে মশারি তৈরি করতে শুরু করেছেন তাঁরা । এই মশারি বিক্রি করে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন । এই মশারি কিনে তাঁদের সাহায্য করুন ।

একটা বা একের বেশি মশারি কেনা যাবে বলে ক্যাপশনে জানিয়েছেন মনোজ । মশারি কেনার জন্য যাঁদের ফোন করতে হবে সেই নম্বরও দিয়েছেন তিনি ।

কাজের দিক থেকে 13 নভেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে তাঁর ছবি 'সুরজ পে মঙ্গল ভারী'। সেখানে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দিলজিৎ দোসাঞ্জ ও ফতিমা সানা শেখকে ।

ABOUT THE AUTHOR

...view details