মুম্বই : অনেক হল অপেক্ষা । নতুন বছরে অপেক্ষার অবসান হতে চলেছে । আসছে 'ফ্যামিলি ম্যান 2' । অ্যামাজ়ন প্রাইম এই উপহার দিতে চলেছে দর্শককে ।
ফ্যামিলি ম্যান এই নামটা শুনলেই মনে হয় সাদামাটা ছাপোশা কোনও মানুষ, যে তার পরিবার ছাড়া কিছু বোঝে না । তবে বিষয়টা একেবারে আলাদা । মনোজ বাজপেয়ি ফ্যামিলি ম্যান হওয়ার সঙ্গে সঙ্গে একজন র (RAW) এজেন্ট ।
মূলত এক সন্ত্রাসবাদী হামলার ছক ও সেখান থেকে দেশকে উদ্ধার করার পুরো জার্নি তুলে ধরেছে 'ফ্যামিলি ম্যান 2' । প্রথম সিজ়নে হাতছাড়া হয়ে যায় কুচক্রী । তবে এবার তাকে ধরার জন্য দ্বিগুণ প্রস্তুতি নিয়ে আসছে ফ্যামিলি ম্যান মনোজ ।
সিজ়ন 2-এর একটি পোস্টার শেয়ার করে মনোজ লিখেছেন, "অনেক হয়েছে অপেক্ষা । আপনাদের জন্য নতুন বছরের উপহার নিয়ে এসেছি । একটু সাবধানে খুলবেন ।"
পোস্টারে একটা টাইমার লাগানো বোমের ছবি দেওয়া হয়েছে । বোঝাই যাচ্ছে বড় ধামাকা নিয়ে আসছে 'ফ্যামিলি ম্যান 2' । দেখে নিন মনোজের পোস্ট...