মুম্বই : প্রয়াত বলিউড পরিচালক রজত মুখার্জি । দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । শুক্রবার জয়পুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । তাঁর পরিচালিত ছবিগুলির মধ্যে অন্যতম 'পেয়ার তুনে কেয়া কিয়া...', 'লাভ ইন নেপাল' ও 'রোড'। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বলিউডের একাধিক তারকা ।
টুইটারে শোকপ্রকাশ করে মনোজ বাজপেয়ী লেখেন, " প্রয়াত আমার বন্ধু ও পরিচালক রজত মুখার্জি । দীর্ঘদিন ধরে ভুগছিলেন । শুক্রবার সকালের দিকেই জয়পুরে তাঁর মৃত্যু হয়েছে । তাঁর আত্মার শান্তি কামনা করি । বিশ্বাসই করতে পারছি না যে আর কখনও আমরা কাজ নিয়ে কোনও আলোচনা করতে পারব না । যেখানেই থাকো ভালো থেক ৷"