মুম্বই : চুল কাটার পর চেনার উপায় নেই তারা বেদি কৌশলকে । তারা, মন্দিরা বেদি এবং রাজ কৌশলের দত্তক নেওয়া মেয়ে । যদিও তারাকে নিজের পেটের সন্তান বীরের থেকে কোনও অংশে আলাদা করতে চান না মন্দিরা ।
এতদিন তারাকে দু'পাশে চুল বেঁধে দেখা গেছে । এবার তাকে নতুন হেয়ারকাট দিলেন মন্দিরা । এক ধাক্কায় অনেকটা বদলে গেল ছোট্টো মেয়েটার লুক ।