পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কৃতজ্ঞতা.. - শাহরুখ খানের খবর

শাহরুখ খানকে ধন্যবাদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির । কারণ, শাহরুখ খানের অনুদান শুধুমাত্র তাঁর নিজের রাজ্য়েই নয়, পশ্চিমবঙ্গের কথা ভেবেও ।

mamata banerjee thanks Shah Rukh Khan
mamata banerjee thanks Shah Rukh Khan

By

Published : Apr 4, 2020, 4:27 PM IST

কলকাতা : দেশজুড়ে একাধিক NGO ও সরকারি তহবিলে অনুদান দিয়েছেন শাহরুখ খান । একেবারে চুপ করিয়ে দিয়েছেন নিন্দুকদের । তাঁর অনুদান শুধুমাত্র নিজের বর্তমান রাজ্য মহারাষ্ট্র বা নিজের জন্মস্থান দিল্লিতেই নয়, পশ্চিমবঙ্গের কথা ভেবেও । অভিনেতার এই উদারতা দেখে মুগ্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

টুইটারে মমতা জানিয়েছেন তাঁর কৃতজ্ঞতার কথা । তিনি লিখেছেন, "ধন্যবাদ শাহরুখ খান । এরকম চ্যালেঞ্জিং সময়ে দাঁড়িয়ে আপনার অনুদান অনেক অসহায় মানুষের কাজে আসবে । আপনার এই মানবিকতা এই দেশের লক্ষ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করবে, যারা আপনাকে রোল মডেল মনে করেন, শ্রদ্ধা করেন ও পুজো করেন ।"

শাহরুখের অনুদানের লম্বা তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নামও । তাঁর প্রতিষ্ঠিত NGO মীর ফাউন্ডেশন 50 হাজার PPE কিট, অর্থাৎ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট কিট দান করবে মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে ।

ABOUT THE AUTHOR

...view details