পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

OTT-তে 'মলঙ্গ', টিমকে মিস করছেন অনিল কাপুর

নেটফ্লিক্সে মুক্তি পেল 'মলঙ্গ' । উচ্ছ্বসিত অনিল কাপুর । শেয়ার করলেন জার্নি শুরুর মুহূর্ত ।

Anil kapoor malang
Anil kapoor malang

By

Published : May 15, 2020, 8:10 PM IST

মুম্বই : একে একে সব ছবি মুক্তি পাচ্ছে OTT প্ল্যাটফর্মে । 'ছপাক', 'পাঙ্গা', 'থাপ্পড়', 'বাঘি 3'-এর মতো সিনেমার পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেল 'মলঙ্গ' । আজকের দিনে ছবির টিমকে মিস করছেন অনিল কাপুর ।

আর তাই সোশাল মিডিয়ায় জার্নি শুরুর মুহূর্তটা শেয়ার করেছেন অনিল । ছবিতে একসঙ্গে দেখা যাচ্ছে আদিত্য় রায় কাপুর, দিশা পাটানি, কুনাল খেমু ও অনিল কাপুরকে । রয়েছেন ছবির পরিচালক মোহিত সুরিকেও ।

ক্য়াপশনে অনিল লিখেছেন, "এখানেই আমরা 'মলঙ্গ'-এর জার্নি শুরু করেছিলাম আর দেখতে দেখতে ছবিটা নেটফ্লিক্সে এসে গেল । সবাইকে মিস করছি । বাড়িতে থাক, সুস্থ থাক ।"

ছবির পোস্টারও শেয়ার করেছেন অনিল । নিজের চরিত্রের সংলাপের সঙ্গে মিলিয়ে ক্যাপশনে লিখেছেন, "দেখাটা আমার অভ্যেস । পাগলামিকে প্রত্যক্ষ করুন, চোখ রাখুন নেটফ্লিক্সে ।"

মোহিত সুরির পরিচালনায় 'মলঙ্গ' বেশ ভালো ব্যবসা করে বক্স অফিসে, উপার্জন করে 50 কোটির বেশি ।

ABOUT THE AUTHOR

...view details