পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনা আক্রান্ত মালাইকার আত্মীয়, সেই জন্যই সিল বাড়ি - অমৃতা আরোরার খবর

কয়েকদিন আগে জানা গেছিল যে, সিল করা হয়েছে মালাইকা আরোরার বিল্ডিং । তবে কেন জানেন ? কারণ তাঁরই এক আত্মীয় কোরোনা আক্রান্ত ।

Amrita Arora'a father in law tested corona positive
Amrita Arora'a father in law tested corona positive

By

Published : Jun 12, 2020, 1:39 PM IST

মুম্বই : মালাইকা আরোরার বিল্ডিংয়ে এক বাসিন্দা কোরোনায় আক্রান্ত হওয়ায় তাঁর বাড়ি সিল করে দেওয়া হয়েছিল 8 জুন । এবার জানা গেল যে সেই বাসিন্দা মালাইকারই আত্মীয় । মালাইকার বোন অমৃতা আরোরার শ্বশুরমশাই হলেন সেই কোরোনা আক্রান্ত ব্যক্তি ।

অমৃতার শ্বশুরমশাই 'তসকনি' নামের এক বিল্ডিংয়ের ছ'তলায় থাকেন, আর সেই একই বিল্ডিংয়েই থাকেন মালাইকা ও তাঁর ছেলে আরহান । তবে অমৃতা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান যে, তাঁর শ্বশুরমশাই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ।

বোন অমৃতার সঙ্গে...

সিল করার সঙ্গে সঙ্গে 'তসকনি'-কে স্যানিটাইজ়ও করা হয়েছে BMC-র তরফ থেকে । বিল্ডিংয়ের আর এক বাসিন্দা সোফি চৌধুরি শেয়ার করেছেন স্যানিটাইজ়েশনের ভিডিয়ো ।

ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, "বিল্ডিংকে স্যানিটাইজ় করা হচ্ছে । থ্যাঙ্ক ইউ @BabaSiddique @zeeshan_iyc এই স্যানিটাইজ়েশনের আয়োজন করার জন্য । পুরো টিম খুব সাহায্য করেছে ।"

তবে এখনও মালাইকার তরফ থেকে এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details