মুম্বই : মালাইকা আরোরার বিল্ডিংয়ে এক বাসিন্দা কোরোনায় আক্রান্ত হওয়ায় তাঁর বাড়ি সিল করে দেওয়া হয়েছিল 8 জুন । এবার জানা গেল যে সেই বাসিন্দা মালাইকারই আত্মীয় । মালাইকার বোন অমৃতা আরোরার শ্বশুরমশাই হলেন সেই কোরোনা আক্রান্ত ব্যক্তি ।
অমৃতার শ্বশুরমশাই 'তসকনি' নামের এক বিল্ডিংয়ের ছ'তলায় থাকেন, আর সেই একই বিল্ডিংয়েই থাকেন মালাইকা ও তাঁর ছেলে আরহান । তবে অমৃতা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান যে, তাঁর শ্বশুরমশাই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ।