পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনা নেগেটিভ মালাইকা - মালাইকা আরোরার খবর

অবশেষে এল সুখবর । কোরোনা থেকে মুক্ত হলেন মালাইকা আরোরা । সোশাল মিডিয়ায় নিজেই এই কথা শেয়ার করেছেন অভিনেত্রী ।

malaika arora covid negative
malaika arora covid negative

By

Published : Sep 20, 2020, 3:26 PM IST

মুম্বই : কোরোনা মুক্ত মালাইকা আরোরা । অল্পের উপর দিয়েই গেছে তাঁর যন্ত্রণা, ডাক্তার-স্বাস্থ্যকর্মী-BMC-র কর্মীদের ধন্যবাদ জানালেন অভিনেত্রী ।

মুখে মাস্ক পরে একটি ছবি শেয়ার করেছেন মালাইকা । বাড়ির পোশাকে, অগোছালো বিনুনিতে একেবারে পাশের বাড়ির মেয়ে মনে হচ্ছে অভিনেত্রীকে । আঙুলে 'ভিক্ট্রি'-র ইশারা ।

ক্যাপশনে মালাইকা লিখেছেন, "ফাইনালি ঘর থেকে বেরোতে পারলাম । খুব যন্ত্রণা আর কষ্ট সহ্য করতে হয়েছে আমায় । তাই ডাক্তার-স্বাস্থ্যকর্মী-BMC কর্মীদের ধন্যবাদ জানাতে চাই ।"

দেখে নিন মালাইকার পোস্ট...

সৌজন্যে ইনস্টাগ্রাম

মালাইকার সঙ্গে সঙ্গে অর্জুন কাপুরও কোরোনা আক্রান্ত হয়েছিলেন । তাঁর বোন অনশুলা কাপুর দাদার খুব যত্ন নিচ্ছেন বলে শোনা যায় । তবে এখনও কোরোনা মুক্তির কোনও খবর পাওয়া যায়নি তাঁর ।

ABOUT THE AUTHOR

...view details