46-এ পা দিলেন মালাইকা অরোরা । 6-7 বছর ধরে দেশের বাইরেই জন্মদিন পালন করছিলেন । কিন্তু, এবছর মুম্বইতে পরিবার ও বন্ধুদের সঙ্গে জন্মদিন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি ।
অভিনয়ে তেমনভাবে করেননি মালাইকা । তবে বহু ছবির আইটেম ডান্সে দেখা গেছে তাঁকে । জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর এমন কিছু নাচ, যা শুধুমাত্রই মালাইকাকে মনে করিয়ে দেবে ।
1998 সালে মুক্তি পাওয়া 'দিল সে' ছবির 'ছাঁইয়া ছাঁইয়া' গানটি খুবই জনপ্রিয় । চলন্ত ট্রেনের মাথায় চড়ে ওই নাচ আজও নতুন বলেই মনে হয় ।
2002 সালে মুক্তি পাওয়া অমিতাভ বচ্চন অভিনীত 'কাঁটে' ছবিতে মালাইকা অরোরার 'মাহি বে' নাচ খুবই জনপ্রিয় হয়েছিল । ওই গানে পোল ডান্স করতে দেখা গিয়েছিল মালাইকাকে ।