পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মুক্তি পেল অ্যাকশনে ভরপুর 'খালি পিলি'-র টিজ়ার - Ananya Khaali Peeli

মুক্তি পেল 'খালি পিলি'-র টিজ়ার । মুখ্য চরিত্রে দেখা গিয়েছে অনন্যা পান্ডে ও ইশান খাট্টারকে । তবে ছবি মুক্তির তারিখ এখনও জানা যায়নি ।

asd
asd

By

Published : Aug 24, 2020, 2:29 PM IST

মুম্বই : মুক্তি পেল 'খালি পিলি'-র টিজ়ার । অ্যাকশন, রহস্য ও রোম্যান্সে ভরপুর এই টিজ়ার । মুখ্য চরিত্রে রয়েছেন ইসান খাট্টার ও অনন্যা পান্ডে ।

টিজ়ারের শুরুতে এক যুবক ও যুবতিকে কালো-হলুদ ট্যাক্সি নিয়ে পালিয়ে যেতে দেখা যায় । আর ওয়াকিটকিতে সেই ট্যাক্সি সম্পর্কে চেকপোস্টে থাকা পুলিশকর্মীদের সতর্ক করা হয় । যেই ট্যাক্সির নম্বর 6969 ।

প্রায় 1 মিনিট 15 সেকেন্ডের এই টিজ়ারে ধরা পড়েছে অনন্যা ও ইশানের অ্যাকশন দৃশ্যও । এই প্রথমবার অনস্ক্রিন অ্যাকশন করলেন অনন্যা । ছবিতে একজন ডান্সারের চরিত্রে দেখা যাবে তাঁকে । যে ব্যাগ ভরতি সোনা ও টাকা নিয়ে পালিয়ে যায় । ঘটনাচক্রে তার সঙ্গে দেখা হয় ট্যাক্সি চালক ইশানের ।

ভিডিয়োর শেষের দিকে পরবর্তী পরিকল্পনা সম্পর্কে ইশানকে জিজ্ঞাসা করেন অনন্যা । সেখানে অবশ্য বেশ কয়েকজন ক্রিকেটারের নাম তুলে ধরা হয়েছে ।

ছবিটি পরিচালনা করেছেন মকবুল খান । আর যৌথভাবে ছবিটি প্রযোজনা করেন আলি আব্বাস জ়াফার, হিমাংশু মেহরা, জ়ি স্টুডিয়ো ও জয়দীপ আহলাওয়াত ।

গত বছর সেপ্টেম্বরে শুরু হয়েছিল ছবির শুটিং । এ বছর 12 জুন মুক্তি পাওয়ার কথা ছিল । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে পিছিয়ে যায় মুক্তির তারিখ । তবে কবে এই ছবি মুক্তি পাবে তা নিয়ে অবশ্য এখনও কিছু বলেননি নির্মাতারা ।

ABOUT THE AUTHOR

...view details