পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অনুরাগের অন্য স্বাদের ছবি, মুক্তি পেল 'লুডো'-র ট্রেলার - লুডো-র ট্রেলার

অনুরাগ বসুর সিনেমা মানেই মানবিকতার গল্প । খুব স্পর্শকাতর চিত্রনাট্য লেখেন তিনি । তবে এবারে একেবারে অন্য স্বাদের এক ছবি বানালেন অনুরাগ । অ্যাকশনে মোড়া 'লুডো'-র ট্রেলার মুক্তি পেল ।

Anurag basu ludo
Anurag basu ludo

By

Published : Oct 19, 2020, 3:31 PM IST

মুম্বই : অনেকদিন ধরেই 'লুডো'-র প্রতীক্ষায় বসেছিলেন দর্শক । ছবির নামটা শোনা গেলেও তার কোনও ঝলক সেভাবে পাওয়া যাচ্ছিল না । অবশেষে মুক্তি পেল ট্রেলার ।

অ্যাকশনে মোড়া সেই ট্রেলার দেখে একবারের জন্যও মনে হবে না যে সেটি অনুরাগ বসু পরিচালিত ছবি । যিনি 'লাইফ ইন অ্যা মেট্রো' বা 'বরফি'-র মতো ছবি বানাতে পারে, তাঁর হাত থেকে এমন ছবি সত্যিই ভাবা যায় না ।

ছবিতে পঙ্কজ

চারজন মানুষের আলাদা চার জীবন । কিন্তু, কোথাও গিয়ে যেন মিলে যায় তাদের পথ । গুলির আওয়াজ, কিডন্যাপিং, অ্যাকশন এই সবকিছুর মধ্যে দিয়ে টানটান গতিতে এগোয় 'লুডো'-র ট্রেলার ।

অভিষেক বচ্চন, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, আদিত্য রায় কাপুর, ফাতিমা সানা শেখ, সান্যা মালহোত্র, কে নেই এই ছবিতে । নেটফ্লিক্সে 12 নভেম্বর মুক্তি পাবে 'লুডো' ।

তার আগে দেখে নিন ট্রেলার...

ABOUT THE AUTHOR

...view details