পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শক্ত করে ধরা হাত, কোরোনা আক্রান্ত রণবীরকে কাছে চাইছেন আলিয়া - রণবীর কাপুরের খবর

বলেই দিলেন আলিয়া ভাট ! এতদিন ধরে নিজের আবেগকে ধরে রাখার পর শেষমেষ স্বীকার করেই নিলেন অভিনেত্রী..মিস করছেন রণবীর কাপুরকে ।

Alia Bhatt missing Ranbir Kapoor
Alia Bhatt missing Ranbir Kapoor

By

Published : Mar 12, 2021, 3:28 PM IST

মুম্বই : কোরোনায় আক্রান্ত রণবীর কাপুর । বাড়িতে আইসোলেশনে রয়েছেন অভিনেতা । তাই আলিয়া ভাটের সঙ্গে দেখা হয়নি অনেকদিন । মন ভালো নেই অভিনেত্রীর ।

সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিজের আবেগ উগরে দিলেন আলিয়া । ছবিতে রণবীরের হাত শক্ত করে ধরে অভিনেত্রী । একটা ভরসা, একটা নির্ভরতার জায়গা জায়গা যেন । কারও মুখ দেখা না গেলেও শুধুমাত্র হাত ধরার ভঙ্গিতেই পরিষ্কার হয়ে গেল অনেককিছু ।

ক্যাপশনেও সাহসী আলিয়া । লিখলেন, 'মেজর মিসিং' অর্থাৎ রণবীরকে ভীষণ মিস করছেন তিনি ।

রণবীর এর আগে আলিয়াকে নিজের গার্লফ্রেন্ড বলে উল্লেখ করেছেন । নিকটাত্মীয়দের মুখেও তাঁদের সম্পর্কের কথা শোনা গেছে । এখন রণবীর-আলিয়ার প্রেম একটা ওপেন সিক্রেট । তবে আলিয়া কিন্তু এতগুলো বছর মুখে কুলুপ এঁটেছিলেন । সামনাসামনি বা ভার্চুয়ালি কখনওই নিজের অনুভূতির কথা প্রকাশ্যে আনেননি তিনি ।

কোরোনা আক্রান্ত রণবীরের জন্য উদ্বেগে রয়েছেন আলিয়া । ফলে নরম মন থেকে স্বতঃপ্রণোদিত সুরে কথাটি স্বীকার করেই ফেললেন অভিনেত্রী, ভালোবাসেন 'সানশাইন' কাপুরকে ।

ABOUT THE AUTHOR

...view details