মুম্বই : 'তানহাজি : দ্য আনসাঙ্গ ওয়ারিয়র' ছবির সাফল্য তাক লাগিয়ে দিয়েছে সকলকে । এখনও দেশজুড়ে বিভিন্ন মাল্টিপ্লেক্সে ভালো উপার্জন করছে এই ছবি । সেই রেশ কাটতে না কাটতেই নতুন সুখবর দিলেন অভিনেতা । প্রকাশ্যে এল 'ময়দান'-এর প্রথম পোস্টার ।
'ময়দান'-এর পোস্টার প্রকাশ করলেন অজয় - অজয় দেবগনের ছবি ময়দান
অজয় দেবগনের পরবর্তী ছবি 'ময়দান'-এর প্রথম পোস্টার মুক্তি পেল ।
Ajay Debgn in Maidan
কাদা মেখে ফুটবল খেলার মজাই আলাদা । ময়দানের কাদা মেখে কয়েকটা পায়ের মিড শট ফুটে উঠল পোস্টারে । সত্য ঘটনার অবলম্বনে তৈরি এই ছবিতে অজয়কে দেখা যাবে ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের চরিত্রে । ভারতীয় ফুটবলের জনক হিসেবে দেখা হয় রহিমকে ।
'বধাই হো' ছবির পরিচালক অমিত রবীন্দ্রনাথ শর্মা পরিচালনা করছেন 'ময়দান' । 2020 সালের 27 নভেম্বর মুক্তি পাবে এই স্পোর্টস ড্রামা । অপেক্ষায় দর্শক ।