পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

35 কোটি চেয়ে মহেশ মঞ্জেকরকে হুমকি মেসেজ, অভিযুক্ত গ্রেপ্তার - Accused arrested

35 কোটি টাকা চেয়ে হুমকি মেসেজ বলিউড পরিচালক ও অভিনেতা মহেশ মঞ্জরেকরকে । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । 2 সেপ্টেম্বর পর্যন্ত তাকে পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত ।

asd
asd

By

Published : Aug 28, 2020, 7:37 AM IST

মুম্বই : 35 কোটি টাকা চেয়ে হুমকি মেসেজ বলিউড পরিচালক ও অভিনেতা মহেশ মঞ্জরেকরকে । নিজেকে আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের দলের সদস্য বলেও পরিচয় দিয়েছিল অভিযুক্ত । পরে সেই মেসেজের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ।

কয়েকদিন আগে হঠাৎই মহেশের ফোনে একটি মেসেজ আসে । অভিযোগ, মেসেজে নিজেকে আবু সালেমের দলের সদস্য বলে পরিচয় দেয় অভিযুক্ত । এরপর পরিচালকের থেকে 35 কোটি টাকা দাবি করে সে । আর সেই টাকা দিতে না পারলে ক্ষতি হয়ে যাবে বলে হুমকিও দেয় ।

এই মেসেজ পাওয়া মাত্রই বুধবার দাদর থানায় অভিযোগ জানান মহেশ । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মুম্বইয়ের তোলাবাজি প্রতিরোধী সেল । যে ফোন থেকে মহেশকে হুমকি মেসেজ করা হয়েছিল, সেটি খতিয়ে দেখে তার অবস্থান চিহ্নিত করে পুলিশ । সেই সূত্র ধরে মহারাষ্ট্রের রত্নগিরির এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় । জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে মুম্বইয়ে নিয়ে আসা হয় ।

গতকাল অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশ । 2 সেপ্টেম্বর পর্যন্ত তাকে পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত । অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য টুইটারে মুম্বই পুলিশকে ধন্যবাদ জানান মহেশ । তিনি লেখেন, "অভিযোগ পাওয়ার সঙ্গেই যেভাবে আপনারা তৎপর হয়ে কাজ শুরু করে অভিযুক্তকে গ্রেপ্তার করলেন তার জন্য ধন্যবাদ মুম্বই পুলিশ ও তোলাবাজি প্রতিরোধী সেলকে ।"

ABOUT THE AUTHOR

...view details