পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"রিয়াকে কোনওদিন সুশান্তের থেকে সরে আসতে বলিনি", বললেন মহেশ ভাট - মহেশ ভাটের খবর

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মহেশ ভাটকে তলব করে মুম্বই পুলিশ । প্রায় তিন ঘণ্টা ধরে চলা জিজ্ঞাসাবাগে অনেককিছুই খোলসা করেন পরিচালক । জানান যে, রিয়া চক্রবর্তীকে কোনওদিনই সুশান্তের থেকে সরে আসতে বলেননি তিনি ।

mahesh bhatt on rhea chakrabarty
mahesh bhatt on rhea chakrabarty

By

Published : Jul 29, 2020, 7:24 AM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মামলায় একাধিকবার মহেশ ভাটের নাম উঠেছে । শুধু প্রোফেশনাল কারণেই নয়, সুশান্তের ব্যক্তিগত জীবনেও মহেশ কলকাঠি নেড়েছিলেন বলে শোনা যায় । তিনিই নাকি রিয়া চক্রবর্তীকে সুশান্তের থেকে সরে আসার কথা বলেন । কিন্তু, সেই সমস্ত অভিযোগ ওড়ালেন মিস্টার ভাট ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মহেশ নাকি পুলিশকে জানিয়েছেন, "আমি কখনও নেপোটিজ়মকে সমর্থন করি না । আমি অনেক নতুন প্রতিভাকে ব্রেক দিয়েছি । সুশান্তের সঙ্গে আমার মাত্র দু'বার দেখা হয়েছে । 2018 সালে আমার বইয়ের ব্যাপারে, আর 2020-তে একবার ।"

মহেশের দাবি, "আমি কোনওদিন রিয়াকে বলিনি যে সুশান্তকে ছেড়ে দাও । এমন কোনও কথাই আমি বলিনি ওঁকে । এই প্রসঙ্গে যেসব গুজব ছড়াচ্ছে সেগুলো সব ভিত্তিহীন ।"

.

সুশান্ত মামলায় এখনও অবধি 40 জনকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ । তবে এখনও কোনও সুরাহা হয়নি । এদিকে সুশান্তের বাবা রিয়ার বিরুদ্ধে FIR দায়ের করেছেন পটনার রাজীব নগর থানায় ।

দেশজুড়ে এখন দাবি উঠেছে যে, সুশান্তের মৃত্যুর তদন্ত করুক সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন । তবে সেটা কি আদৌ হবে ? জানা যাবে কিছু সময়ের মধ্যেই ।

ABOUT THE AUTHOR

...view details