মুম্বই : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে একেবারে নারাজ মহেশ ভাট। এই আইন সংবিধানকে লঙ্ঘন করছে বলে দাবি তাঁর। কংগ্রেস নেতা সঞ্জয় ঝাঁয়ের সঙ্গে মুম্বইতে বি.আর.আম্বেদকরের বাড়ি 'রাজগ্রুহ'-তে প্রতিবাদ সভার মঞ্চে বক্তব্য রাখলেন পরিচালক।
মহেশ বললেন, "আমার মনে হয় নাগরিকত্ব সংশোধনী বিল বৈষম্যের সৃষ্টি করবে ও সংবিধানকে লঙ্ঘন করবে। আমরা এই বিলকে গ্রহণ করব না আর এটা আইনে পরিণত হলে আমরা তা বয়কট করব। আমাদের নাগরিকত্বের জন্য যদি কোনও প্রমাণপত্র চাওয়া হয়, তাহলে আমরা তা জমা করব না, অঙ্গীকার নিলাম।"