পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 16, 2019, 9:22 AM IST

ETV Bharat / sitara

CAA-র বিপক্ষে সরব মহেশ ভাট

নাগরিকত্ব সংশোধনী আইনকে কোনওমতেই সমর্থন করছেন না পরিচালক মহেশ ভাট।

Mahesh Bhatt on CAA
Mahesh Bhatt on CAA

মুম্বই : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে একেবারে নারাজ মহেশ ভাট। এই আইন সংবিধানকে লঙ্ঘন করছে বলে দাবি তাঁর। কংগ্রেস নেতা সঞ্জয় ঝাঁয়ের সঙ্গে মুম্বইতে বি.আর.আম্বেদকরের বাড়ি 'রাজগ্রুহ'-তে প্রতিবাদ সভার মঞ্চে বক্তব্য রাখলেন পরিচালক।

মহেশ বললেন, "আমার মনে হয় নাগরিকত্ব সংশোধনী বিল বৈষম্যের সৃষ্টি করবে ও সংবিধানকে লঙ্ঘন করবে। আমরা এই বিলকে গ্রহণ করব না আর এটা আইনে পরিণত হলে আমরা তা বয়কট করব। আমাদের নাগরিকত্বের জন্য যদি কোনও প্রমাণপত্র চাওয়া হয়, তাহলে আমরা তা জমা করব না, অঙ্গীকার নিলাম।"

.

মহেশ ভাট সম্ভবত কয়েকদিন আগে এই বক্তৃতা দিয়েছিলেন। কারণ, এখন আর বিষয়টা বিল হিসেবে পড়ে নেই, আইনে পরিণত হয়ে গেছে। আর তারপর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে অরাজকতা, প্রতিবাদ, ভাঙচুর।

সোশাল মিডিয়ায় একটি টুইটও করেছেন মহেশ ভাট। তিনি লিখেছেন, "আমরা, ভারতের নাগরিকরা, ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে গঠন করতে সংগবদ্ধ।"

দেখে নিন...

ABOUT THE AUTHOR

...view details