পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কারও কাছে কিছু প্রমাণ করার নেই আমার : মহেশ ভাট - আলিয়া ভাটের খবর

'সড়ক 2'-এর মুক্তির আগে আবেগপ্রবণ পরিচালক মহেশ ভাট । এতদিনের জার্নি আজ শেষ হওয়ার মুখে, ছবির মুক্তি আসন্ন । তাই আজ অনেকটা ভারমুক্ত মহেশ । কারও কাছে কিছু প্রমাণ করার নেই তাঁর ।

Mahesh Bhatt emotional on Sadak 2
Mahesh Bhatt emotional on Sadak 2

By

Published : Aug 7, 2020, 1:57 PM IST

মুম্বই : OTT প্ল্যাটফর্মে 28 অগাস্ট মুক্তি পাচ্ছে 'সড়ক 2' । দীর্ঘ কয়েক বছর পর পরিচালনায় কামব্যাক করতে চলেছেন মহেশ ভাট । তবে ছবি দেখে দর্শকের কী প্রতিক্রিয়া হবে সেই নিয়ে একটুও চিন্তিত নন মহেশ । জীবনের প্রতি আজ শুধু কৃতজ্ঞ তিনি ।

মহেশ ভাটের মেয়ে পূজা ভাট তাঁর বাবার হয়ে একটি বার্তা পোস্ট করেছেন সোশাল মিডিয়ায় । মহেশ শুধু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেই বার্তায় । ছবি ঘিরে প্রত্যাশা, ব্যবসায়িক সাফল্য, সমালোচকদের কটাক্ষ কোনওকিছু নিয়েই তিনি চিন্তিত নয় ।

পূজার সঙ্গে

মহেশ বলেছেন, "আজ আমরা জার্নির শেষ পর্যায় এসে পৌঁছেছি । আজ আমার মধ্যে কোনও ভার নেই, কোনও ওজন নেই, নিজের ইমেজ ধরে রাখার কোনও চাপ নেই । কোনও মিশন নেই , কাউকে কিছু প্রমাণ করার নেই ।"

মহেশ এটাও বলছেন যে, "এখন আমার নিজেকে মুক্ত বিহঙ্গ মনে হচ্ছে । বন্যতা আমায় ডাকছে যেন । বলছে, "মহেশ, এবার চল..""

দেখে নিন পূজার পোস্ট

ABOUT THE AUTHOR

...view details