মুম্বই : মহারাষ্ট্রের ইগতপুরি গ্রামে নেই কোনও সিনেমা হল । কিন্তু, গ্রামের বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে ইরফান খানের সিনেমা দেখেছেন । কীভাবে ? অভিনেতার সিনেমা দেখতে তাঁরা পাড়ি দিতেন 30 কিলোমিটার, নাসিকের সিনেমা হলে সিনেমা দেখার জন্য । তবে কেন গড়ে উঠল এই আত্মিক টান ? কারণ ইরফান বিপদেআপদে সবসময় থেকেছেন গ্রামবাসীদের পাশে ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর । ইগতপুরি গ্রামে কয়েকবছর আগে জমি কিনেছিলেন ইরফান । আর সেই থেকেই গ্রামবাসীদের সঙ্গে সখ্যতা তাঁর । গ্রামের উন্নয়ণে হাত খুলে দান করেছেন অভিনেতা । পরদায় হিরো হয়ে উঠেছেন রিয়েল লাইফ হিরো ।