মুম্বই : বান্দ্রার ফ্ল্যাট থেকে গতকাল উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অভিনেতার মৃতদেহের ছবি । আর সেই ছবি ছড়িয়ে পড়া বন্ধ করতেই এবার নেটিজ়েনদের সতর্ক করল মহারাষ্ট্র সাইবার সেল ।
সাইবার জগতের বিভিন্ন অপরাধ এবং সাইবার সুরক্ষার নোডাল এজেন্সির তরফে বেশ কয়েকটি টুইট করা হয় । সেখানে তারা লেখে, "সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা অস্বস্তিকর ট্রেন্ড লক্ষ্য করেছে মহারাষ্ট্র সাইবার সেল । ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হচ্ছে মৃত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ছবি । যা অত্যন্ত অস্বস্তিকর এবং নিম্নরুচির । এই ধরনের ছবি ছড়ানো আইনের নিয়ম ও আদলতের নির্দেশের বিরোধী । আইনি পদক্ষেপ করার যোগ্য ।"
এছাড়া আরও একটি টুইট করা হয় মহারাষ্ট্র সাইবারের তরফে । যেখানে নেটিজ়েনদের সতর্ক করে লেখা হয়, "এই ধরনের ছবি ছাড়ানো থেকে নেটিজ়েনদের বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে সাইবার সেলের তরফে । যে ছবিগুলি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে তা অবিলম্বে ডিলিট করে দিন ।"