পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

লকডাউনে কুকি বানাতে শেখালেন মাধুরী, দিলেন ছোট্ট টুইস্ট - মাধুরী দীক্ষিতের খবর

লকডাউনে মাধুরী দীক্ষিতের বেকিং ওভেন থেকে বেরিয়ে এল চকোলেট চিপ কুকিজ়ের সুবাস । তবে ছোট্ট একটা টুইস্টের সঙ্গে...

madhuri dixit cookie recipe
madhuri dixit cookie recipe

By

Published : Apr 12, 2020, 5:25 PM IST

মুম্বই : সব তারকাই এখন বাড়িবন্দি । তাই ফ্যানেদের সঙ্গে তাঁদের কথোপকথন শুধুমাত্র সোশাল মিডিয়ায় জানলায় । এই জানলা দিয়ে ফ্যানেরা পৌঁছে যাচ্ছে তারকাদের বেডরুমে, রান্নাঘরে, ড্রয়িংরুমে । সেভাবেই পৌঁছে গেল মাধুরী দীক্ষিতের হেঁশেলে ।

ফ্যানেদের জন্য আজ মাধুরী বানিয়ে দেখালেন চকোলেট চিপ কুকি । সঙ্গে দিলেন আদা কুচি । সাধারণত চকোলেট চিপ কুকিতে আদা থাকে না । এটা একান্তই মাধুরীর সংযোজন, একটা টুইস্ট ।

একেবারে পাকা শেফের মতো মাধুরী আগে পরিচয় করিয়ে দিলেন রান্নার উপকরণের সঙ্গে । তারপর ধীরে ধীরে সেগুলো মিশিয়ে চটজলদি বানিয়ে ফেললেন কুকি ।

আপনারাও শিখে ফেলতে পারেন এই রেসিপি । দেখে নিন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details