মুম্বই : আজ মাধুরী দীক্ষিতের 53 তম জন্মদিন । আর এই জন্মদিনের দিন যাঁরা তাঁকে শুভেচ্ছা জানালেন, তাঁদের রিটার্ন গিফ্টও দিলেন অভিনেত্রী । সামনে আনলেন তাঁর প্রথম গাওয়া গানের টিজ়ার ।
হ্যাঁ, নাচে পারদর্শী মাধুরী এবার গানেও মাতাবেন দর্শককে । মুক্তি পেল তাঁর প্রথম গাওয়া গানের টিজ়ার । মোলায়েম স্বরে ওয়েস্টার্ন গান গাইতে দেখা গেল অভিনেত্রীকে । গানের নাম 'ক্যান্ডল' ।