মুম্বই : লকডাউনের মধ্যে হাতে কোনও কাজ নেই । তাই বাড়িতেই দিন কাটছে তারকাদের । বাদ যাননি মাধুরি দীক্ষিতও । পরিবারের সঙ্গে সময় কাটছে তাঁর । যদিও এই সময় পোষ্য কারমেলোর সঙ্গে সময় কাটাতে বেশি ভালো লাগছে বলে জানিয়েছেন তিনি ।
কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতিতে গৃহবন্দী তারকারা । হাতে কোনও কাজ না থাকায় বাড়ির কাজ করতে দেখা গিয়েছে তাঁদের । কেউ বাসন মাজছেন, কেউ ঘর পরিষ্কার করছেন, আবার কেউ রান্না করছেন । কাজের পাশাপাশি ঝালিয়ে নিচ্ছেন নিজের হবিগুলোও । আর সেই কারণে কেউ ছবি আঁকছেন, কেউ বই পড়ছেন, তো কেউ আবার সুর তুলছেন গিটারে । বাদ যাননি মাধুরিও । এই সময় বাড়িতে বসে নিজের মতো করে সময় কাটাচ্ছেন তিনি ।
কখনও বই পড়ছেন, কখনও গান গাইছেন, আবার কখনও ছেলে অরিনের তবলার তালে নাচছেন । আর সোশাল মিডিয়ায় ফ্যানদের সঙ্গে কথাও বলছেন তিনি ।