মুম্বই : ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে কিংবদন্তি কোরিওগ্রাফার সরোজ খানকে শ্রদ্ধা জানালেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত । মুম্বইতে 20 তম IIFA অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল ।
মাধুরী সরোজ খানের সঙ্গে অনেক আইকনিক গানে একসঙ্গে কাজ করেছেন । 'এক দো তিন', 'মেরা পিয়া ঘর আয়া', 'চনে কে খেত মে', 'ধক ধক' গানগুলিতে সরোজ খানের কোরিওগ্রাফিতে নাচতে দেখা গেছে মাধুরীকে । সরোজ খান বলিউডে মাস্টারজি নামেই পরিচিত ।
IIFA-র অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানে মাধুরীর নাচের বেশ কিছু ছবি শেয়ার করা হয় । যেখানে তাঁকে পাওয়ার-প্যাক্ড পারফর্ম করতে দেখা যায় ।
তাঁরা ক্যাপশনে লেখেন, "ধক ধক গার্ল মাধুরী দীক্ষিত সরোজ খানকে শ্রদ্ধা জানাচ্ছেন, যিনি একজন ডান্সিং ডিভা হিসেবে নিজের সাফল্যের অবাদন রেখেছেন ।"