পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আসছে 'খলনায়ক'-এর সিকুয়েল ? কিছুই জানেন না মাধুরী - মাধুরী দীক্ষিতের খবর

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে, 1993 সালের ফিল্ম 'খলনায়ক'-এর সিকুয়েল আসতে চলেছে । তবে এই বিষয়ে কিছুই জানেন না ছবির হিরোইন মাধুরী দীক্ষিত ।

madhuri dixit on khalnayak 2
madhuri dixit on khalnayak 2

By

Published : Jun 11, 2020, 8:22 AM IST

মুম্বই : 1993 সালের অন্যতম জনপ্রিয় ছবি 'খলনায়ক' । বক্স অফিসেও তুমুল সাড়া ফেলে ছবিটি । মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফের মতো তাবড় স্টারেদের নিয়ে এই ছবি । এবার সেই ছবির একটা সিকোয়েল তৈরি হওয়ার জল্পনা তৈরি হয়েছে মিডিয়ায় । অথচ সে ব্যাপারে কিছুই জানেন না মাধুরী ।

IANS-কে অভিনেত্রী বললেন, "আমার জন্য এটা একটা খবর বটে । এই ব্যাপারে কোনও আইডিয়া ছিল না ।" সারপ্রাইজ়ড মাধুরী ।

খলনায়ক-এর পোস্টার..

যদি সত্য়িই সিকুয়েল হয় তো সেখানে কি অভিনয় করবেন মাধুরী ? এই প্রশ্নে অভিনেত্রীর সোজাসুজি জবাব, "সেটা স্ক্রিপ্টের উপর নির্ভর করবে । ওঁরা কী প্ল্যান করছেন, কী শুট করছেন, সেটা একটা ভেবে দেখার বিষয় ।"

শুটিংয়ের দিনগুলোকে মিস করছেন মাধুরী । দীর্ঘদিন অভিনয় না করে হাঁপিয়ে উঠেছেন তিনি । হাতে রয়েছে বেশ কয়েকটা প্রোজেক্ট । সেগুলো শুরু করার জন্য মুখিয়ে তিনি ।

অভিনেত্রী বললেন, "লকডাউনের পর আমি 'ডান্স দিওয়ানে' আর নেটফ্লিক্সের একটি প্রোজেক্ট শুরু করব । স্টুডিয়োতে ফিরব ।" সম্প্রতি নিজের প্রথম মিউজ়িক সিঙ্গলও রিলিজ় করেছেন মাধুরী, নাম 'ক্যান্ডেল' ।

.

তবে 'খলনায়ক 2'-এর ভবিষ্যৎ এখনও অধরাই রয়ে গেল ।

ABOUT THE AUTHOR

...view details