পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"মাস্টারজী নেই, আমি এখনও বিশ্বাস করতে পারছি না" - মাধুরী দীক্ষিতের খবর

মাস্টারজী সরোজ খানের মৃত্যু হয়েছে আজ চারদিন হয়ে গেল । কিন্তু, এখনও এই সত্যিটা মেনে নিতে পারছেন না মাধুরী দীক্ষিত ।

Madhuri dixit mourns over Saroj khan
Madhuri dixit mourns over Saroj khan

By

Published : Jul 6, 2020, 8:03 AM IST

মুম্বই : মাধুরীর জীবন ও ক্যারিয়ারে মাস্টারজী একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছিলেন । অন্যদিকে মাধুরীকে নিজের সেরা ছাত্রী মনে করতেন মাস্টারজী । একটা পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক ছিল দু'জনের মধ্যে । কয়েক দশকের জোট । তবে হঠাৎই ছন্দপতন । 3 জুলাই 71 বছর বয়সে প্রয়াত সরোজ খান ।

আজ চারদিন হয়ে গেল বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান পরলোকে পাড়ি দিয়েছেন । তবুও সত্যিটা এখনও মেনে নিতে পারছেন না মাধুরী ।

একটি আবেগপ্রবণ পোস্ট করেছেন অভিনেত্রী । লিখেছেন, "মাস্টারজী নেই, এটা এখনও বিশ্বাস করতে পারছি না । ওঁর মতো ফ্রেন্ড, ফিলোজ়ফার ও গাইডকে হারিয়ে আমি বিধ্বস্ত । আমার মনের অবস্থা ভাষায় প্রকাশ করতে পারব না ।"

গতকাল ছিল গুরুপূর্ণিমা । এই বিশেষ দিনে নিজের গুরু সরোজ খানকেই মনে করলেন মাধুরী । লিখলেন, "গুরু-শিষ্যের যে বন্ধন আমরা শেয়ার করেছি, সেটে একজন মা-কে পাওয়ার যে আশ্বাস আমি পেয়েছি, পুরোটা মিস করব । আজ গুরুপূর্ণিমার বিশেষ উপলক্ষ্যে আমি ওঁকে আমার শ্রদ্ধা জানাই ।"

দেখে নিন মাধুরীর পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details