পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মাধুরির 'ক্যান্ডেল' মুক্তি পাবে শনিবার - candle

টুইটারে মাধুরি লেখেন, "এই পরিস্থিতিতে আমরা সবাই একসঙ্গে রয়েছি । অবশ্যই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব আমরা । তার জন্য এখন আমাদের প্রয়োজন আশা ও ইতিবাচক চিন্তাভাবনা । তিনদিন পরই মুক্তি পাবে #ক্যান্ডেল ।"

sdf
sdf

By

Published : May 20, 2020, 3:25 PM IST

মুম্বই : প্রথমবার গায়িকা হিসেবে ডেবিউ করতে চলেছেন মাধুরি দীক্ষিত । তাঁর গানের নাম 'ক্যান্ডেল'। শনিবার মুক্তি পাবে এই গান । আজ টুইট করে এই খবর দেন অভিনেত্রী নিজেই ।

টুইটারে তিনি লেখেন, "এই পরিস্থিতিতে আমরা সবাই একসঙ্গে রয়েছি । অবশ্যই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব আমরা । তার জন্য এখন আমাদের প্রয়োজন আশা ও ইতিবাচক চিন্তাভাবনা । তিনদিন পরই মুক্তি পাবে #ক্যান্ডেল ।"

গানে ডেবিউ করা প্রসঙ্গে মাধুরি বলেন, "ছোটোবেলায় আমার বাড়িতে গান ছিল খুবই গুরুত্বপূর্ণ । সেটাই আমাকে এই গান গাওয়ার অনুপ্রেরণা দিয়েছে । আর সেই কারণেই জন্মদিনে টিজ়ারটি রিলিজ় করার সিদ্ধান্ত নিই ।"

তিনি আরও বলেন, "এত বছর ধরে ফ্যানরা আমাকে ভালোবেসেছেন । ভেবেছিলাম এবার তাঁদের কোনও উপহার দিতে হবে । আমরা সবাই এখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি । তাই ভাবলাম যে এই গানটি রিলিজ় করার জন্য এটাই সবথেকে ভালো সময় । এই গানের কথা ও সুর সবার মনে ইতিবাচক মনোভাব তৈরি করবে । আমার সেটাই মনে হয়েছে । আশাকরি সবাই একইরকম অনুভব করবেন ।"

ABOUT THE AUTHOR

...view details