মুম্বই, 7 ফেব্রুয়ারি : 'দিদি তেরা দেবর দিওয়ানা...' মত কালজয়ী গানগুলির কথা মনে পড়লেই পর্দায় যে মানুষটির মুখ ভেসে ওঠে তিনি অভিনেত্রী মাধুরী দীক্ষিত ৷ আর পর্দার পিছনে এই গানগুলিকে নিজের কণ্ঠ দিয়ে অমর করেছিলেন যিনি, তিনি 'ভারতের নাইটিঙ্গেল' লতা মঙ্গেশকর ৷ রবিবার ইহলোকের মায়া কাটিয়ে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন কিংবদন্তি এই গায়িকা ৷ ভারতীয় সঙ্গীতে একটি যুগের অবসান ঘটেছে ৷ সকলের প্রিয় লতাজীর প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ তাঁর সমস্ত গুনগ্রাহীরা ৷ রবিবার মুম্বইয়ের শিবাজি পার্কে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেষশ্রদ্ধা জানানো হয়েছে ৷ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি, ক্রিকেটার সচিন তেন্ডুলকর, অভিনেতা শাহরুখ খান, আমির খান, বিদ্যা বালন, রণবীর কাপুর-সহ অন্যান্যরা ৷
এবার স্যোশাল মিডিয়ার আবেগি পোস্টের মাধ্য়মে শিল্পীকে স্মরণ করলেন মাধুরীও ৷ নিজের টুইটার হ্যান্ডেল থেকে প্রিয় 'লতা তাই'-কে শেষশ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, "সেই ঐশ্বরিক কণ্ঠ যা আমাদের সকলকে মন্ত্রমুগ্ধ করে প্রেমে পড়তে বাধ্য করেছিল, এবার পরলোকে ভালবাসা ছড়িয়ে দেবেন ৷ বছরের পর বছর ধরে লতা তাইয়ের সুর, দু'দিকে বিনুনি করা তাঁর ছবিটি আর সর্বদা তাঁর শিশুসুলভ ব্যবহার হৃদয়ে এমন এক গভীর ছাপ রেখে গেছে যা কখনওই ভোলা যাবে না ৷"