পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মধুর স্বরে করণকে কটাক্ষ মধুরের - মধুর ভান্ডারকর

একদিকে মধুর ভান্ডারকর আর একদিকে করণ জোহর । মাঝখানে একটা নাম । 'ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস' । করণ জোহর ও অপূর্ব মেহতা প্রযোজিত এই ওয়েব শোয়ের নাম মধুরের একটি প্রজেক্ট থেকে অনুপ্রাণিত, অভিযোগ পরিচালকের । এই নাম পরিবর্তনের অনুরোধ ।

madhur bhandarkar against karan johar
madhur bhandarkar against karan johar

By

Published : Nov 20, 2020, 9:05 PM IST

মুম্বই : নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে আসছে করণ জোহর প্রযোজিত ওয়েব শো 'ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস' । ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে দর্শকের মধ্যে । তবে সমস্যা বেঁধেছে শোয়ের এই নামটা নিয়ে । করণকে নাম পরিবর্তন করার অনুরোধ জানিয়েছেন আর এক পরিচালক মধুর ভান্ডারকর ।

মধুর নাকি অনেক আগে থেকেই একটি প্রজেক্ট পরিচালনা করা শুরু করেছেন, যার নাম 'বলিউড ওয়াইভস' (Bollywood Wives) । করণ যখন এই ওয়েব শো-টির পরিকল্পনা শুরু করেন, তখন তিনি মধুরের কাছ থেকে এই টাইটেলটি কিনতে চান ।

কিন্তু, মধুর সেই অফার ফিরিয়ে দেন । তিনি চাননি অন্য কোনও নামে তাঁর সেই প্রজেক্ট মুক্তি পাক । আর তার কিছুদিন পরেই মধুর দেখেন যে, নেটফ্লিক্সে করণের শো আসছে 'ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস' নাম নিয়ে ।

এই নামের সঙ্গে তাঁর প্রজেক্টের টাইটেলের খুব মিল পেয়েছেন মধুর । এবং নীতিগত দিক থেকে করণ বা অপূর্ব মেহতা এই নাম ব্যবহার করতে পারেন না, কারণ মধুরের প্রজেক্টটি অলরেডি মাঝপথে । এইসব কথা আমরা নয়, মধুর নিজেই লিখেছেন সোশাল মিডিয়ায় ।

দেখে নিন মধুরের পোস্ট...

তবে করণ বা অপূর্ব কারও থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । এদিকে 'ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস'-এর মুক্তি 27 নভেম্বর ।

ABOUT THE AUTHOR

...view details