পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'ম্যায় ভি চৌকিদার', মোদির ক্যাম্পেন নিয়ে ছবি বানাচ্ছেন মধুর? - বলিউড

'ফ্যাশন' বা 'পেজ ৩'-র মতো রিয়েলিস্টিক ছবি বানিয়ে দর্শককে তাক লাগিয়ে দিয়েছিলেন মধুর ভাণ্ডারকর। এখন শোনা যাচ্ছে, নরেন্দ্র মোদির নির্বাচনী ক্যাম্পেন 'ম্যায় ভি চৌকিদার' নিয়ে ছবি বানাতে চলেছেন তিনি। কী বললেন পরিচালক?

মধুর ভান্ডারকর

By

Published : Jun 12, 2019, 4:41 PM IST

মুম্বই : "যা রটে তা কিছু তো বটে", বাংলায় বেশ প্রচলিত এই প্রবাদটি। তবে এই ক্ষেত্রে যা রটল, তার কিছুই ঘটেনি। মোদির 'ম্যায় ভি চৌকিদার' ক্যাম্পেনের উপর ভিত্তি করে ছবি বানাচ্ছেন মধুর ভাণ্ডারকর, শোনা গেছিল এমনই। তবে খবরটা শুনে চমকেছেন পরিচালক নিজেও।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে পরিচালক বলেন, "খবরটা সম্পূর্ণ মিথ্য়ে। মানুষকে অনুরোধ করব খবর ছড়ানোর আগে একবার নিশ্চিত হয়ে নিতে।"

বিজেপির বিরুদ্ধে বিভিন্ন সময় নিজের মতামত দিয়েছেন মধুর ভাণ্ডারকর। তাই এই খবর ছড়ানোর পর একটু অবাকই হয়েছিলেন তাঁর অনুরাগীরা।

২০১৭ সালে 'ইন্দু সরকার' ছবিটির পর আর কোনও ছবি পরিচালনা করেননি মধুর। তাঁর পরবর্তী প্রোজেক্ট কী, তাই নিয়ে মুখ খোলেননি পরিচালক।

ABOUT THE AUTHOR

...view details